গাইবান্ধা প্রতিনিধি : | ০২ অক্টোবর ২০১৮ | ১:৪৪ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলে প্রবীণ হিতৈষী সংঘ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার একটি র্যালী জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
পরে জেলা পরিষদ হল রুমে সংগঠনের জেলা সভাপতি প্রফেসর আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম সাদিকুর রহমান, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক, প্রফেসর জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা ওয়াশিকার ইকবাল মোঃ মাজু, ফজলুল করিম, মাহফিল হোসেন, অ্যাড. শামসুজোহা, আব্দুল মান্নান, শামিউল ইসলাম পিপলু প্রমুখ।