রিপোর্ট: শহিদুল ইসলাম খুকন, গাইবান্ধা থেকে | ০৮ মে ২০১৯ | ৭:০২ অপরাহ্ণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করার লজ্জা ঢাকতে বেলী আক্তার (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে বেলী আকতার ফেল করায় তার মা রাগারাগি করেন। এ লজ্জা সইতে না পেরে আর পরিবারে ওপর অভিমান করে মঙ্গলবার বিকেলে সবার অজান্তে মেয়েটি নিজ শয়ন ঘরের তীরের সাথে রশি দিয়ে আত্মহত্যা করে।
বেলী আক্তার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের শান্তিরাম গ্রামের বজলার রহমানের মেয়ে ও বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আব্দুস সোবহান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় ফেল করা নিয়ে পরিবারের মধ্যে কথাবার্তা হওয়ার একপর্যায়ে বেলী অভিমান করে আত্মহত্যা করে।