শহিদুল ইসলাম খুকন, গাইবান্ধা থেকে | ১৮ এপ্রিল ২০১৯ | ৪:০৪ অপরাহ্ণ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য শাহাবাজ গারো কাটা গ্রামের নাম পরিবর্তনকে কেন্দ্র করে এলাকাবাসীর পক্ষ থেকে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহ্ মো: হামিদুল ইসলাম, মো: সোবহান মিয়া, মো: লিমন, মো: আজগার আলী, মো: শফিকুল ইসলাম, মো: আলী আকবর, মোহাম্মদসহ আরো অনেকে। বক্তারা বলেন, বিভিন্ন নাশকতার মামলার আসামী কাজী মো: নুরুল ইসলাম শফিক যার বিরুদ্ধে ভূয়া সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে করণসহ আওয়ামী লীগ অফিস ভাঙচুর, স্টেশন ভাঙচুর ও জ্বালাও পোড়াও, বাল্য বিবাহ, খাস জমি থেকে বালু উত্তোলনসহ বিভিন্ন অপকর্মের হোতা হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। এই কাজী নুরুল ইসলাম শফিক এলাকার কতিপয় সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তির সহযোগীতায় সমাজ ভাঙ্গনসহ ঐতিহ্যবাহী মধ্য শাহবাজ গারোকাটা গ্রামের নাম পরিবর্তন করে তার নিজ নামে পশ্চিম শাহবাজ কাজী পাড়া নামকরণ করে এলাকার সর্বত্র সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। এই অপকর্মের ফলে এলাকায় বর্তমানে মত-বিরোধ সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। এলাকার শান্তিপ্রিয় মানুষ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে আবেদন করেছেন। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন জরুরীভাবে তদন্তপূর্বক ব্যবস্থা করবেন।