| ০৪ ডিসেম্বর ২০১৮ | ৫:৪৯ অপরাহ্ণ
গো-হত্যার গুজবে ফের উত্তপ্ত ভারত। ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে সোমবার পুলিশসহ ২ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকায় মাহু গ্রামের বাইরে একটি মাঠে প্রায় ২৫টি গরুর মাংস পড়ে আছে বলে গুজব রটে। এর জেরে গতকাল প্রতিবাদে নামে ওই এলাকার শত শত মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ। এতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের।
বুলন্দশহরের জেলাশাসক অনুজ কুমার ঝা বলেন, ‘বিক্ষোভকারীদের অবরোধ তুলতে অনুরোধ করায় কোনও কাজ হয়নি। বরং ওই অবরোধকারীদের মধ্যে থেকে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে।’
এছাড়া পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয় এবং পুলিশকে লক্ষ করে গুলিও চালায় বলেন তিনি।
অবরোধ ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুন্যে গুলে চালায় পুলিশ। সংঘর্ষে একজন পুলিশ ও বিক্ষোভকারী নিহত হন। গুরুতর আহত হন আরো কয়েকজন।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া এমন ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্য সূত্র: আনন্দবাজার/এনডিটিভি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |