নিজস্ব প্রতিবেদকঃ | ০৯ জানুয়ারি ২০২২ | ৭:১৮ অপরাহ্ণ
বাংলাদেশ গনঅধিকার পরিষদের মোঃ তারেকের সঞ্চালনায় হিজলা উপজেলা ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আলমগীর আকাশের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার কে ধারন করে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের পরিধি দিন দিন বেড়েই চলছে।
প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মুসা বলেন,
স্বাধীনতার ৫০ বছরে এসেও আজ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। সর্বত্র অধিকার হরনের প্রতিযোগিতা, বর্তমান ফ্যাসিস্ট অবৈধ ও অগণতান্ত্রিক সরকার জনগনের ঘাড়ে চেপে বসে অন্যায় ও দুর্নীতির মহাউৎসব পালন করছে। জনগনের ভোটাধিকার হরন করে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থকে হরন করেছে। তাই নতুন ধারার রাজনীতি বিনির্মানে, মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার প্রত্যয়ে গণঅধিকার পরিষদের নেতৃত্বে আগামীর সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও উপস্তিত ছিলেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাজন মৃধা, জাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আলামিন, ইয়াসিন পালোয়ান, উপজেলা আহবায়ক মোঃ মামুন।