নিজস্ব প্রতিবেদকঃ আওয়ার কণ্ঠ ২৪. কম | ১০ আগস্ট ২০১৮ | ৫:৫৯ পূর্বাহ্ণ
আজ বৃহস্পতিবার (৯-৮-১৮) কাতারের রাজধানী দোহার ঢাকা হোটেলে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে কাতারস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,
সংগঠনের সভাপতি আইনুল কবির বাবুর সভাপতিত্বে আজিজুর রহমান পলাশের সঞ্চালনায় টেলিকনফাঞ্চের মাধ্যমে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বক্তব্য রাখেন জনাব হারুনুর রশীদ হারুন- সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব লোকমান আহমদ,
বিশেষ অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য কামাল উদ্দিন মেম্বার, আব্দুল হামিদ মোল্লা, ইউসুফ শিকদার, সেলিম রানা,
কাতারস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত উপদেষ্টা গিয়াস উদ্দিন বাকী ও জালাল আহমেদ বাবুল,
উপস্থিত ছিলেন কাতারস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি নূরুল আফসার ভূইয়া, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত, সাংগঠনিক সম্পাদক নূরুল আফসার মহাজন ও প্রচার সম্পাদক মঈনুদ্দিন রিপন সহ আরো অনেকে,
প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল নেতৃবৃন্দকে গ্রুপিংয়ে না জরিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান, সভাপতির বিদায়ী বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়, পরে নেতাকর্মীদের মধ্যে রাত্রের খাবার বিতরণ করা হয়।