রিপোর্ট সংগ্রহেঃ নুরে আলম জাহাঙ্গীর, প্রধান সম্পাদকঃ আওয়ার কণ্ঠ | ৩১ অক্টোবর ২০১৮ | ৬:১৩ পূর্বাহ্ণ
গতকাল (৩০/১০/১৮) মঙ্গলবার রাতে দোহার নাজমা এলাকায় মিষ্টিমেলা রেস্টুরেন্টে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে কাতার ধানসিঁড়ি বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাতর ধানসিঁড়ি বিএনপির সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে ও মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক সভাপতি জনাব আবু সাঈদ, সদস্য সচিব শরিফুল হক সাজু, ফারুক হোসেন, অধ্যাপক আমিনুল হক,জনাব মুস্তাক আহমেদ, এম.নুরুজ্জামান, ইসমাঈল মনসুর, হাবিবুর রহমান, জসীম উদ্দিন লস্কর, এস.এম.মনসুর উল্লাহ রাশেদ, শাহ আলম খন্দকার, রাছেল মাহমুদ, আবুল হোসেন, ইকবাল হোসেন রনি, ইউসুফ সিকদার সহ আরো অনেকে।
বক্তাগন খালেদা জিয়ার বিরুদ্ধে বঙ্গভবন থেকে দেয়া ফরমায়েশি রায়কে প্রত্যাখ্যান করে এই আজগুবি রায়ের প্রতিবাদ জানান।
অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে দেশের এই সংকটময় পরিস্থিতিতে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |