| ২৬ অক্টোবর ২০১৮ | ৮:০৭ অপরাহ্ণ
আমরা তোমাতে প্রবেশ করিনি
সঠিক জ্ঞানের সাথে
প্রবেশ করাতে চেয়েছি তোমায়
নিজ নিজ কৌটাতে
আমরা নিজের দোকানে দোকানে
এঁটেছি তোমার নাম।
ক্ষমা করো ইসলাম!
আমরা তোমায় কেটে ছিঁড়ে ভোগ
করেছি নিজের মতো
তোমার আড়ালে বাঁচিয়েছি পিঠ
দেখিনি তোমার ক্ষত
তোমার দোহাই দিয়ে নিজ কাজ
দিয়ে গেছি আঞ্জাম।
ক্ষমা করো ইসলাম!
বুঝিনি তোমার নিগুঢ় তত্ত্ব
শিখেছি আচার কিছু
ঠুনকো জ্ঞানের মহড়া দেখিয়ে
তোমায় করেছি নিচু
নিজ মুর্খতা টিকিয়ে তোমার
করে গেছি বদনাম।
ক্ষমা করো ইসলাম!
আমরা কোরান হাদীসের বাণী
বুঝেছি ক্ষুদ্র-জ্ঞানে
সীরাত মেনেছি নিজ সুবিধার
কিছু দিক জেনে জেনে
সুন্নাহ মেনেছি ততটুকু, যাতে
পেয়েছি নিজ আরাম।
ক্ষমা করো ইসলাম!
আমরা তোমাতে বিদাত এনেছি
এনেছি নানান প্রথা
দলিল মেনেছি নাহুর কায়দা,
বুজুর্গানের কথা
পীর-পুরোহিতে জীবন সপেছি
দিইনি তোমাকে দাম।
ক্ষমা কর ইসলাম!
আমরা তোমার দয়া ক্ষমা প্রেম
দেখাই শত্রু সাথে
বুদ্ধি শক্তি কৌশল দিয়ে
বন্ধুকে মারি ভাতে
গোঁড়া মতবাদে শঙ্কা ছড়াই
লোকের ঝরাই ঘাম।
ক্ষমা করো ইসলাম!
আমরা তোমাকে সহজ করিনি
করেছি কঠোরতর
মানুষে বলেছি- ইসলাম এলো,
সাবধান! সর! সর!
তোমার উদার পথকে ভুলেছি
দিইনি সে পয়গাম।
ক্ষমা করো ইসলাম!
আমরা তোমাকে এগুতে দিইনি
দু’হাতে রেখেছি চেঁপে
তোমার সার্বজনীনতা ভুলে
চলেছি স্বার্থ মেপে
তোমাকে বিফল করে রেখে নিজে
হয়েছি সফলকাম।
ক্ষমা করো ইসলাম!
আমরা তোমার শিক্ষা নিয়েছি
দীক্ষা নিইনি মূল
অন্যের ভুল খুঁজেছি শুধুই
বুঝিনি নিজের ভুল
আমাদের সব ভুলের মাশুল
তুমি দিলে অবিরাম।
ক্ষমা করো ইসলাম!
আমরা বুঝিনি তুমি যে বিশাল
রেখেছি ক্ষুদ্র করে
বিকাশ করিনি, মুঠো করে রেখে
বেচেছি তুচ্ছ দরে
বিশ্বে তোমায় বিজয়ী করিনি
দিয়েছি করে ‘নিলাম’।
ক্ষমা করো ইসলাম!
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |