| ১২ অক্টোবর ২০২০ | ১:৩২ অপরাহ্ণ
রক্তে গড়া সোনার বাংলা
আজ গদির অপক্ষমতার দাস,
গদির গরমে অপব্যবহার চরমে
আতঙ্কিত চারপাশ।
ক্ষমতার কাছে বিবেক বিক্রি
সত্য দামা চাপা,
মিথ্যা অতি সত্য হয়ে
ক্ষমতার জুড়ে ক্ষেপা।
ক্ষমতার বেড়াজালে
সাধারণ মানুষদের ফেলছে জালে,
এভাবেই মানুষ ক্ষমতার কাছে
পরাজিত হবে কালে-কালে।
হানাহানি আর কাটাকাটিতে
সহজ সরলদের রক্ত ঝরায় রোজ,
এই রক্তের যেন নেই কোন দাম
তাই নেইনা কেউ খোঁজ।
ক্ষমতালোভী জালিমদের কেউ-
যদি করে প্রতিবাদ,
সাথে সাথেই উল্টো ধাওয়া-
করে প্রতিঘাত।
জীবন যাত্রায় আতঙ্কিত-
এই সমাজের মানুষ,
এই সমাজের মাথা ওয়ালারা
ক্ষমতা বাঁচাতে ফানুস।
দেশের কথা বলতে চাইনা
বলে কি হবে আর?
দিনে দিনে জুলুম দ্বারা-
দেশ হচ্ছে ছারখার।
এমন একটি দেশে আছি
নাই নিরাপত্তা,জান মাল হচ্ছে লুট
কাঁপে না লোভীদের বুক,
মনে-মনে মনকে বুঝাই,
এই দেশ আমার মাতৃভূমি-
যা হবার তাই হোক।
তবু মা মাটিকে ভালোবেসে
সর্বক্ষণই চুমি,
কারণ এটাই আমার চিরচেনা
প্রিয় মাতৃভূমি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |