• শিরোনাম


    ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের পুনর্গঠনে ৪৮০ মিলিয়ন ডলারের ঘোষণা কাতারের আমিরের।

    নিজস্ব প্রতিবেদক | ০৮ মে ২০১৯ | ৮:০১ অপরাহ্ণ

    ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের পুনর্গঠনে ৪৮০ মিলিয়ন ডলারের ঘোষণা কাতারের আমিরের।

    ইসরাইলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজা উপত্যকার পুনর্গঠনে ৪৮০ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-তানি। খবর আনাদলু এজেন্সির।

    মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লাহ ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও জাতিসংঘের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।



    কাতার এবং ফিলিস্তিনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবেই কাতারের আমির এ অর্থ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এর মধ্যে ৩০ কোটি ডলার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচিতে যাবে। পশ্চিম তীরের অংশ বিশেষের নিয়ন্ত্রণ রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। আর বাকি ১৮ কোটি ডলার জাতিসংঘের জরুরি মানবিক ত্রাণ কর্মসূচি ও বিদ্যুৎ ব্যবস্থায় সহায়তার জন্য দেওয়া হবে।

    এদিকে গত শুক্রবার থেকে শুরু হওয়া লড়াইয়ে ২৯ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সোমবার মিসর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হলেও ইসরাইলি কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে ১৪৬ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ১৫টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম