| ২৪ অক্টোবর ২০১৮ | ৯:৩৩ অপরাহ্ণ
বর্তমান সময়ে ছাত্র রাজনীতির অবস্থা অত্যন্ত ভয়াবহ। প্রচলিত ছাত্র রাজনীতি মানেই হল দখল নিয়ে মারামারি, ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি, সাধারণ ছাত্রদেরকে জিম্মি, শিক্ষকদেরকে অপমান ও টেন্ডারবাজি করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- করা। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ত্রাসে ছাত্র-শিক্ষক ভয়ে থাকে তটস্থ। তারা ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তার করছে। ছাত্র রাজনীতির এ অবস্থা চলতে থাকলে জাতি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে মধ্যে। বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সকল ক্যাম্পাসে আদর্শ ছাত্র রাজনীতি চর্চার সমান সুযোগ দিতে হবে।
আজ ২৪ অক্টোবর’১৮ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত কলেজ প্রতিনিধি সম্মেলন’১৮-এ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম উপরোক্ত কথা বলেন।
ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় কলেজ সম্পাদক জি এম বায়েজীদ-এর সঞ্চালনায় সম্মেলনে সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন- ইশা ছাত্র আন্দোলন এদেশের ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু ছাত্র রাজনীতির চর্চা করছে। সংগঠনের প্রতিটি নেতাকর্মী সাচ্চা দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু। তারা ইসলামের জন্য যেমনি জীবন দেবে, তেমনি দেশ রক্ষায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না। তিনি উপস্থিত কলেজ ছাত্রদেরকে জ্ঞানে-গরীমায়, দেশপ্রেম ও ঈমানে উজ্জীবিত হয়ে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য সু-শৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য-গবেষনা সম্পাদক মুহাম্মাদ বরকত উল্লাহ লতিফ ইশা ছাত্র আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস.এম এমদাদুল্লাহ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক নূরুল করীম আকরাম, প্রচার ও যোগাযোগ সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ জিয়াউল হক জিয়া, আলিয়া মাদরাসা সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, কে এম শরিফুল ইসলাম প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |