• শিরোনাম


    কোয়ালিটি টিভির ফাইনাল পর্বে ফাতহুল কোর-আন মাদ্রাসার ২য় স্থান অর্জন।

    | ১২ মে ২০১৯ | ৬:৫৬ অপরাহ্ণ

    কোয়ালিটি টিভির ফাইনাল পর্বে ফাতহুল কোর-আন মাদ্রাসার ২য় স্থান অর্জন।

    গতকাল ১১/ ৫ /১৯/ কোয়ালিটি টিভি বাংলা কর্তৃক আয়োজিত ফাইনাল পর্ব শেষ হয়েছে
    সারা দেশের অনেক হাফেজে কোর-আন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রতিযোগিতাটি কয়েক রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছিল শেষ রাউন্ড তথা ফাইনাল পর্ব।
    ফাইনাল পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উস্তাজুল হুফফাজ হাফেজ ক্বারি মাওলানা লিয়াকত হোসাইন ও শায়েখ ক্বারি নেসার আহমাদ আন নাসিরিরী।
    উক্ত প্রতিযোগিতায় ২য় স্হান অর্জন করেন আন্তর্জাতিক বহু হাফেজের উস্তাদ হাফেজ কারী রহমতুল্লাহ সাহেব কর্তৃক পরিচালিত ফাতহুল কুরআন   হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ হাসান আহমাদ

    কোয়ালিটি টিভি বাংলার ফাইনাল পর্ব দেখতে চোখ রাখুন ২৯ শে রমজান বিকাল ৫ টা ৩০ মিনিট থেকে ৬ টা পর্যন্ত।
    উপস্থাপকঃ Golam Kibriya Al-muslim যোগাযোগ ০১৬৭৫৩৪৫৮৬১/০১৯৬৬৮৮৪৫৯৮



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম