রিপোর্ট: এস. এম. অলিউল্লাহ খান। | ২৯ এপ্রিল ২০১৯ | ২:৩৪ পূর্বাহ্ণ
গত শনিবার ২৭ই এপ্রিল ২০১৯ ইং বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত আহলুল হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়
ব্রাহ্মণবাড়িয়া মারকাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসার ছাএরাছাত্ররা সুনামের সাথে বিজয় লাভ করেছেন।
প্রথম ও দ্বিতীয় স্থানসহ মোট তিনটি পুরুষ্কার পেয়েছেন বিজয়ী ছাত্ররা।
পুরুষ্কারগুলি হচ্ছেঃ
#৩০ পাড়া গ্রুপে ২য় স্থান পুরুষ্কার ৪০ হাজার টাকা
#১০ পাড়া গ্রুপে ১ম স্থান পুরুষ্কার ৩০ হাজার টাকা
#১০ পাড়া গ্রুপে ৫ম স্থান পুরুষ্কার ১০ হাজার টাকা
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও পরিচালক হাফেজ ক্বারী জসিম উদ্দীন সাহেব বলেন আমাদের মাদ্রাসার ছাত্ররা তাদের এই সাফল্যের ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারে এবং আগামি রমজান মাসে বাংলাদেশের আরো অনেক চ্যানেলের প্রতিজগিতায় অংশগ্রহন করবেন, তারা যেন এই ব্রাহ্মণবাড়িয়ার সুনাম আরো বেশি বাড়াতে পারে, আপনারা সবাই দোয়া করবেন
আল্লাহ পাক যেন উক্ত মাদ্রাসার ছাত্র ওস্তাদ সহ সকলকে কবুল করে নেন। আমিন।