মোহাম্মদ দেলোয়ার হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধি | ১২ অক্টোবর ২০২০ | ৩:০১ পূর্বাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে বসুরহাট পৌরসভা হলরুম থেকে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ.সাহাব উদ্দিন।
উদ্বোধন শেষে প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফখরু উদ্দিন মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খাঁন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু।
এ সময় প্রবাস থেকে জুম অ্যাপ ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, প্রবাসী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শওকত হায়াত খাঁন বিপ্লব , সাধারণ সম্পাদক আব্দুল কাইযুম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিসেল, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দোহা সোহেল ও ট্রাস্টি বোর্ড নেতৃবৃন্দ, ফাউন্ডার মেম্বার এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শতাধিক পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রবাসী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শওকত হায়াত খাঁন বিপ্লব জানান, অসহায়,ভূমিহীন,এবং চিকিৎসা সেবা বঞ্চিত অসহায় মানুষের কথা ভেবে মধ্যপ্রাচের বিভিন্ন দেশ এবং লন্ডন, আমেরিকা, ফ্রান্স, স্পেন,ইতালি,পর্তুগাল ও সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কোম্পানীগঞ্জের প্রায় ৭৫০জন রেমিট্যান্স যোদ্ধারা এ মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |