মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রতিনিধি, আওয়ার কণ্ঠ | ২৪ মার্চ ২০২০ | ৬:৩৪ পূর্বাহ্ণ
করোনাভাইরাস পরিস্থিতিতে চরম সংকটের মুখে পড়েছে আমেরিকার অর্থনীতি। আমেরিকার বহু ইন্ডাস্ট্রি আংশিক কিংবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে আমেরিকায় একটি গুরুতর অর্থনৈতিক মন্দার সম্ভাবনা অত্যন্ত প্রবল। মার্কিন কংগ্রেসের জয়েন্ট ইকোনোমিক কমিটির ভাইস চেয়ারম্যান ডন বাইয়ার মনে করেন, ১৯৩০-এর দশকের গ্রেট ডিপ্রেশনের মতোই একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি এখন আমেরিকা।
সকল অর্থনৈতিক বিশ্লেষক একমত যে, আগামী তিনমাসে [এপ্রিল-জুন] আমেরিকার জিডিপিতে মারাত্মক ধস নামবে।
পশ্চিমা দেশগুলোর, বিশেষত আমেরিকার, অর্থনীতি পুনর্গঠনের প্রায় সব বিকল্পই শেষ হয়ে গেছে। সুদের হার কমানো কিংবা বাজারে মুদ্রার সরবরাহ বাড়ানোর মতো পদক্ষেপগুলো গত ১২ বছরে পশ্চিমা অর্থনীতিকে সচল করতে পারেনি। ২০০৮ সাল চলমান অর্থনৈতিক সংকট এখন করোনাভাইরাসের কারণে গভীরতর খাদে পড়েছে।
এই গভীর সংকট থেকে আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্ব পুনরায় উঠে দাঁড়ানোর সম্ভাবনা নেই বললেই। মহান আল্লাহ রাব্বুল আলামীনের অপরিবর্তনযোগ্য বিধান:
“আমি তাদেরকে স্বল্পকালের জন্যে ভোগবিলাস করতে দেব, অতঃপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে।” [সূরা লুকমান : ২৪]