• শিরোনাম


    কৃষিপ্রধান দেশে কৃষকের অবস্থান কোথায়? -মো. শাহীন সরদার

    | ২৭ মে ২০১৯ | ১:১১ অপরাহ্ণ

    কৃষিপ্রধান দেশে কৃষকের অবস্থান কোথায়?    -মো. শাহীন সরদার

    ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম নিজেরা নির্ধারণ করলেও কৃষকরা তা পারে না। তারা একতাবদ্ধ হতে পারে না, তারা আন্দোলন করতে পারে না, তারা শিক্ষিত নয়, তারা তাদের অধিকার নিয়ে সচেতন নয় বলেই কি আমরা তাদের পরাধীন দেশের শোষক গোষ্ঠীর মতো শোষণ-নিপীড়ন করব! আমরা এখন শিক্ষিত, স্বাধীন, সভ্য জাতি।

    ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম নিজেরা নির্ধারণ করলেও কৃষকরা তা পারে না। তারা একতাবদ্ধ হতে পারে না, তারা আন্দোলন করতে পারে না, তারা শিক্ষিত নয়, তারা তাদের অধিকার নিয়ে সচেতন নয় বলেই কি আমরা তাদের পরাধীন দেশের শোষক গোষ্ঠীর মতো শোষণ-নিপীড়ন করব! আমরা এখন শিক্ষিত, স্বাধীন, সভ্য জাতি।



    আমাদের দেশের অধিকাংশ উচ্চবিত্ত ও শিক্ষিত পরিবার কৃষক পরিবার থেকেই আসা। তবু কেন আজ আমরা ভুলে গেলাম কৃষকের দুর্দশা? সবকিছুরই দাম বাড়ে, বাড়ে না শুধু কৃষিপণ্যের দাম! কৃষকের উৎপাদিত আলু, পিঁয়াজ, ধান ইত্যাদির দাম একটু বাড়লেই সুশীল ও শিক্ষিতদের আন্দোলন, টক শো চলে; অথচ তখনও কৃষকের উৎপাদন খরচই ওঠে না।

    বর্তমানে পিঁয়াজের মণ ৪০০-৫০০ টাকা, ধানের মণ ৩০০-৫০০ টাকা। আলু, পিঁয়াজ কৃষক ঘরে সংরক্ষণ করতে পারে না। বাধ্য হয়েই ফসল তোলার পরই বিক্রি করে দিতে হয়। এছাড়া ফসল ঘরে রাখার সামর্থ্যও কৃষকের নেই। কারণ এই ফসল ফলাতে তাকে ধারদেনা করতে হয়েছে। তার সংসার খরচ এগুলো বিক্রি করেই উঠবে।

    কৃষককে সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে লসে বিক্রি করতে হয়। কিন্তু মধ্যস্বত্বভোগীদের কখনও লস হয় না, তারা কয়েক মিনিটের হাতবদলেই কয়েকগুণ টাকা পকেটে ঢোকায়। ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, শারীরিক অসুস্থতা যত যাই হোক, মাস গেলে ঠিকই টাকা পান সুশীল, মধ্যস্বত্বভোগী, রাজনীতিক, চাকরিজীবী ও ব্যবসায়ীরা। আর কৃষক? এত ঝুঁকি নিয়ে যদি কোনো বার ফসল একটু ভালো ফলে, বাজারে চাহিদা হারিয়ে সেগুলো নষ্ট হয়।

    কৃষিপ্রধান বাংলাদেশে আজ কৃষকের অবস্থান কোথায়? দেশের কৃষি খাতকে ধ্বংস করতে আর কতদিন লাগবে? গরিবরা চিরদিন গরিবই থেকে যাবে। গ্রাম শহর হলেও এদেশের কৃষকের অবস্থার কোনো পরিবর্তন হবে না। বাজারে বিদেশি চালের, বিদেশি পিঁয়াজের অভাব নেই, বিদেশি গরুর অভাব নেই; অথচ দেশের কৃষকরা প্রতি বছর লোকসান গুনছে। আমরা বিদেশী স্বার্থ রক্ষা করছি; অথচ আমাদের স্বার্থের ঠিক নেই।

    বর্তমানে দেশের প্রায় ৬০ শতাংশ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এত বড় জনগোষ্ঠীকে পেছনে রেখে একটি দেশ কিভাবে এগোবে? কৃষিপণ্যের দাম বাড়লে কৃষকরা বাঁচবে। সমাজে কিছুটা হলেও ভারসাম্য রক্ষা পাবে। বেকারত্বের হার কমবে। আমাদের দেশের প্রধান প্রধান কৃষিপণ্য- পাট, ধান, পিঁয়াজ, ডাল, আখ, সবজি ইত্যাদির আমদানি বন্ধ করা হোক।

    কিন্তু এসবে কারও কোনো ভ্রূক্ষেপ নেই। কারণ কৃষক মরলে কার কী? কারও কিছু যাবেও না, আসবেও না। দেশের সব কৃষক জানে, উৎপাদন করলে লস হয়; কিন্তু তবু তারা করে, কারণ তারা নিরুপায়। চাষ না করলে খাবে কী আর করবেই বা কী! তাদের নিয়ে কথা বলার কি কোনো কর্তৃপক্ষই নেই? আমরা সুশীল, শিক্ষিত সমাজ আর কত স্বার্থপর হব? আসুন সুশীল-শিক্ষিত সমাজ, তাদের নিয়ে ভাবি, কথা বলি, যথাযথ পদক্ষেপ নেই।

    মো. শাহীন সরদার : শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম