লেখক: মাওলানা কাওসার আহমদ যাকারিয়া | ০২ অক্টোবর ২০২০ | ২:৪৪ অপরাহ্ণ
মানুষ বড়ই অকৃতজ্ঞ নিমুকহারাম।
একজন মানুষ যতপ্রকার দোষী হতে পারে তার সবগুলো দোষকে এক কথায় প্রকাশ করতে হলে তাকে অকৃতজ্ঞ বলাই যথেষ্ট। আর পারস্যের কবি শেখ সাদী (রহ.) স্পষ্ট করেই বলেছেন, ‘কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে উত্তম।’ অকৃতজ্ঞ মানুষ অতি সহজেই যে কোনো নিকৃষ্ট কাজ করতে পারে। স্বীকার করা আর অস্বীকার করা যেহেতু তার কাছে গুরুত্বপূর্ণ নয় তাই সে তার সুবিধামতো সাজিয়ে নিতে পারে যে কোনো ঘটনাকে। একটি মিথ্যা যেমন অনেকগুলো মিথ্যার জন্ম দেয়, তেমনই অহঙ্কারবোধ থেকে অকৃতজ্ঞতার জন্ম হয়। একজন অহঙ্কারী লোক কখনো কারো কাছে নমনীয় হয় না। আত্মোহঙ্কারে অন্ধ হয়ে মানুষ যেমন অবলীলায় অন্যায় কাজে লিপ্ত হয়, তেমনই তার অহংবোধ উপকারীর উপকার স্বীকার থেকে বিরত রাখে। যা সত্যকে নির্মমভাবে আড়াল করে। এমনকি অকৃতজ্ঞ ব্যক্তি কৃতঘ্ন হয়ে যাওয়াও অস্বাভাবিক কিছু নয়। যে সত্যকে অস্বীকার করতে পারে তার দ্বারা অন্যের ক্ষতি হওয়া স্বাভাবিক ব্যাপার।
গভীরভাবে উপলব্ধির ব্যাপার যে, শুধু কৃতজ্ঞতা প্রকাশ থেকে বিরত থাকার জন্য মানুষকে কতগুলো অন্যায় করতে হয়। আর এই অন্যায়গুলো পরবর্তীতে মানুষকে আরো অন্যায়ে প্রলুব্ধ করে।
শুধু কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে সমাজের অনেক অন্যায় প্রশমিত হওয়া সম্ভব। কৃতজ্ঞতা চর্চা নিঃসন্দেহে মহত্বের পরিচয়।
পুনশ্চঃ একজন অকৃতজ্ঞ মানুষ কখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না। কৃতজ্ঞতাবোধের অভাবে মানুষের মনুষ্যতও নষ্ট হয়ে যায়।
কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন সুসংহত হয়, যা শ্রেষ্ঠ মানবতা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |