মুফতী মোহাম্মদ এনামুল হাসান | ১৮ আগস্ট ২০১৮ | ৫:৩০ অপরাহ্ণ
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে কুরবানি। মুসলিম মিল্লাতের জাতিরপিতা হজরত ইব্রাহীম (আ:)এর সুন্নত হলো এই কুরবানি। কুরবানি শুধুমাত্র আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের আশায় করা অত্যাবশ্যক।
*যে সকল পশু দিয়ে কুরবানি দেওয়া যায়-
(১)গরু(২) মহিষ।( যা দুই বছর হতে হবে)।
(৩)ছাগল (৪)ভেড়া(৫) দুম্বা (যা ১বছর হতে হবে)। (৬)উট (যা পাচ বছর হতে হবে)।(ফতোয়ায়ে শামী ও আলমগীরি)
কুরবানির পশু সুস্থ সবল হতে হবে। যে সকল ত্রুটি থাকলে কুরবানি করা যাবেনা।
* যে পশুর দৃষ্টি শক্তি নেই * শ্রবণ শক্তি নেই * যে পশু জবাই করার স্থান পর্যন্ত হেটে যেতে পারবেনা *লেজ অধিকাংশ কাটা * কানের অধিকাংশ কাটা * অত্যন্ত জীর্ণশীর্ণ ও দুর্বল * গোড়া সহ শিং উপড়ে গেছে * এমন পাগল যে ঘাসপানি খায়না, মাঠে চরানো যায়না * জন্মগত ভাবে কান নেই * দন্তহীন পশু *যে পশুর রোগের কারনে স্থনের দুধ শুকিয়ে গেছে * স্থনের প্রথমাংশ কাটা * ছাগলের দুটি স্থনের যেকোনো একটি কাটা * গরু বা মহিষের চারটি স্থনের যেকোনো দুইটি স্থন কাটা
পশু জবাই করার শর্ত ৩টি-(১) জবাইকারী ব্যক্তি মুসলমান হতে হবে। (২)জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে।(৩) পশুর খাদ্যনালী, শ্বাসনালী ও গলায় অবস্থিত অন্যান্য রগ ভালভাবে কাটতে হবে।
(জাওয়াহিরুল ফিকাহ, ২য় খন্ড)।
*ছাগল ভেড়া ও দুম্বা শুধু এক ব্যক্তি দিতে পারবে,গরু, মহিষ, উট সর্বোচ্চ সাতজন মিলে দিতে পারবে।।
* কুরবানির গোশত তিনভাগ করে একভাগ গরিবদেরকে দান করা। একভাগ আত্মীয় ও প্রতিবেশীদের মাঝে বণ্টন করা। এবং বাকী একভাগ নিজের জন্য রাখা মুস্তাহাব।
* যদি একাধিক শরীক থাকে তাহলে গোশত ওজন করে সমভাগ করতে হবে। অনুমান কিংবা আন্দাজ করে ভাগ করবেনা, এতে কমবেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং এর জন্য গুনাহ হবে।
আল্লাহতায়ালা আমাদের সকলকে সহীহ শুদ্ধভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করার তাওফিক দান করুন, আমিন।
লেখক
সাংগঠনিক সম্পাদক
ইসলামী ঐক্যজোট
ব্রাক্ষণবাড়ীয়া জেলা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |