| ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:০৪ পূর্বাহ্ণ
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে একটি বোমা নিষ্ক্রিয় করার সময় ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর নিহত হয়েছে।
গতকাল (শনিবার) রাজ্যটির রাজৌরি জেলার নওশেরা সেক্টরে ঘটনাটি ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের ঐ কর্মকর্তা ঘরে তৈরি একটি বোমা নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয়।
ভারত অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান নিয়ন্ত্রিত ‘আজাদ’ কাশ্মীরের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) থেকে ভারতীয় পাশে প্রায় দেড় কিলোমিটার ভিতরে বোমাটি পেতে রাখা হয়েছিল।
পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীরা বোমাটি পেতে রেখেছিলো বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জম্মু ও কাশ্মীর রাজ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর এক ভয়াবহ আত্মঘাতী হামলায় ৪৪ জন আধা-সামরিক বাহিনীর জোয়ান নিহত হওয়ার মাত্র ৪৮ ঘন্টা পর, বোমা বিস্ফোরণে দেশটির সামারিক বাহিনীর একজন মেজর নিহত হলো।
সূত্র: এনডিটিভি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |