| ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:৫৭ পূর্বাহ্ণ
ফের সংঘর্ষে উত্তাল ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর। কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর উপর হামলার রেশ কাটতে না কাটতে ফের হামলার ঘটনা ঘটেছে একই জায়গায়। ওখানকার মুক্তিবাহিনী সঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহতদের মাঝে একজন মেজরসহ ৪ সেনা রয়েছে। এতে দু’জন মুক্তিযোদ্ধাকে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া, এ সংঘর্ষে একজন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন।
আজ (সোমবার) ভোরে পুলওয়ামার পিঙ্গলিনা গ্রামে ২-৩ জন মুক্তিযোদ্ধা লুকিয়ে রয়েছে বলে খবর আসে। এর ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনারা। তখন দু’পক্ষের মাঝে ব্যাপকগুলির লড়াই চলে। এতে ৪ সেনা নিহত হয়। এখনও কয়েকজন লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মাঝরাত থেকেই শুরু হয়েছিলো ঐ সংঘর্ষ।
জানা গেছে, সিআরপিএফের কয়েকজন জওয়ান দুই-তিনজন মুক্তিযোদ্ধাকে ঘিরে তল্লাশি অভিযান চালাতে শুরু করে।এরপর উভয় তরফ থেকেই গোলাগুলি চলতে থাকে এবং তা প্রায় মাঝরাত পর্যন্ত চলে। পুলিশ সূত্র থেকে জানা গেছে এ সংঘর্ষে একজন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন।
গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে মুক্তিবাহিনীর হামলায় ৪৪ জওয়ান খতম এবং ৪০ জনেরও বেশি জওয়ান জখম হয়।
এমন হামলায় জেরে ভারত ও পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |