| ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:০৩ অপরাহ্ণ
আম বয়ানের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে শুরু হল দাওয়াতে তাবলীগের প্রধানতম জমায়েত টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা।
আজ (১৪ ফেব্রুয়ারী) বাদ ফজর মাওলানা আবদুল মতিন ইজতেমার আমল শুরু করেন।
ইতিমধ্যে সারাদেশ থেকে আগত সাথীদের ভীড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমার মাঠ । গতকাল দুপুর থেকে সারা দেশের মুসল্লীরা জমায়েত হতে শুরু করেন।
এছাড়াও দেশী বিদেশী তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে পাকিস্তানের শীর্ষ মুরুব্বী মাওলানা জিয়াউল হক ও মাওলানা উবাইদুল্লাহ খুরশীদ ইজতেমার মাঠে পৌঁছেছেন।
এ ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত হতে শুরু করেছেন।
ইনসাফ