আমিনুল ইসলাম, কাতার থেকে | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:৪৭ অপরাহ্ণ
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো কাতার প্রবাসী তরুণ কবি সামস রবির দ্বিতীয় একক কবিতার বই ‘শুনে যাও নীলা’। এই উপলক্ষে বুধবার নাজমার স্থানীয় দাওয়াত রেস্তোরাঁয় উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক।
প্রধান বক্তা ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ারুল হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীমের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু শামা ও শিক্ষক তাফসির উদ্দিন। আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, কাতার ক্রিকেট অসোসিয়েশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান খান,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ রাজিব, জাসদের সাধারণ সম্পাদক তৌফিক-ই-চৌধুরী, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন রনি,যুবলীগ নেতা প্রকৌশলী তানিম।
আরো উপস্থিত ছিলেন, আওয়ার কণ্ঠের সম্পাদক নূরে আলম জাহাঙ্গীর, ৫২বাংলা টিভির কাতার প্রতিনিধি মোশারফ হোসেন জনি, শেখ ফারুক, সিএম হাসান, শফিকুল ইসলাম তালুকদার প্রমূখ।
উল্লেখ্য কবি সামস রবি বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বইটি পাওয়া যাচ্ছে পহেলা ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলায় প্রতিভা প্রকাশের স্টল ১৫৫ ও ১৫৬ -তে এবং পাওয়া যাবে চট্টগ্রামে অমর একুশে গ্রন্থমেলায় প্রতিভা প্রকাশের স্টল ৬১ -তে, এছাড়াও অনলাইনে রকমারি ডট কম ও বইবাজার ডট কমে পাওয়া যাচ্ছে। এর আগে গতবছর গ্রন্থমেলায় কবি সামস রবির প্রথম কাব্য গ্রন্থ, ‘নীল খামে রক্ত অস্রু’ প্রকাশিত হয়।
তিনি বলেন, যার কাছে মানব প্রেম আছে সেই কবি। কবিতা এবং সাহিত্য ও মানুষের পরম কাছের বন্ধু, সে কোনদিন ছেড়ে যাবে না, বিরক্ত হবে না, দূরে ঠেলে দেবে না। যার উপর নিজের ক্রোধ বয়ে দিতে পারি ইচ্ছে মত! প্রিয় মানুষকে না বলতে পারা আবেগ গুলো সাজিয়ে রাখতে পারি কবিতা’র কাছে।
কবি সামস রবি ফেনী জেলার দাগন ভূঁইয়া উপজেলার জায়লাস্কর ইউনিয়নের আলামপুর গ্রামের আরশাদ উল্লাহ ছেলে।