রিপোর্ট: আমিন বেপারী, কাতার থেকে | ২৩ জুন ২০১৯ | ৮:৩৫ অপরাহ্ণ
কাতারে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য দ্বিতীয় আল ওয়াকরা স্টেডিয়াম সম্প্রতি আমির কাপের মধ্যদিয়ে উদ্ধোধন করেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোসহ বিশ্বের নানা দেশ ও সংস্থার গুরুত্বপূর্ণ অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। অনেকেই টিকেট না পেয়ে মাঠের বাহিরে বড় পর্দায় খেলা উপভোগ করেন। অন্যান্য দেশের পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশিরা মাঠে খেলা দেখতে লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলা দেখতে আল ওয়াকরা স্টেডিয়াম দর্শক ধারণ ক্ষমতা ৪০ হাজার কানায় কানায় পূর্ণ হয়।আমির কাপের ফাইনালে ১৬ বারের চ্যাম্পিয়ন আলসাদ ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে এবারের আমির কাপ জিতে নিলো দুহাইল ক্লাব।