রিপোর্ট: আমিনুল ইসলাম | ০৮ এপ্রিল ২০১৯ | ৮:১৮ অপরাহ্ণ
কাতারের রাজধানী দোহার শেরাটন হোটেলে পাঁচদিন ব্যাপী inter Parliamentary Union (IPU)এর ১৪০তম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিতে কাতারে আসেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছেন ১২ জন সংসদ সদস্য ও ৯জন সংসদ সচিবালয়ের কর্মকর্তা।
সোমবার স্থানীয় সময় দুপুরে শেরাটন লবিতে মাননীয় স্পীকার ও প্রতিনিধি দলের সাথে মতবিনিমিয় করেন কাতারস্থ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
রোহিঙ্গা ইস্যু,শান্তি, নিরাপত্তা এবং আইনের শাসনের জন্য শিক্ষার উন্নয়নে প্ল্যাটফর্ম হিসাবে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হকসহ বিভিন্ন গনমাধ্যমে সাংবাদিকরা।
প্রবাসী সাংবাদিকরা বিমানবন্দর হয়রানি সহ ৫ দফা দাবি উত্থাপন করেন স্পিকারের কাছে।
স্পীকার জানান, আই.পি.ইউ’র ১৪০তম সমাবেশের আয়োজক দেশ হিসেবে কাতার সকলের প্রশংসা কুড়িয়েছে।কাতারের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে শুরা কাউন্সিলের মাননীয় স্পীকার আহমেদ বিন আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমুদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।