আমিনুল ইসলাম,কাতার থেকে | ০৭ সেপ্টেম্বর ২০১৮ | ৫:৩৪ অপরাহ্ণ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নবম মৃতুবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর দোহার নিউ জামান রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ কাতার।
রেজাউল করিম রেজুর সঞ্চালনায় আব্দুল খালিকের সভাপতিত্বে এতে স্মৃতি চারণ করেন সাধারণ সম্পাদক মোঃশাহজাহান মিয়া।
বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম ও কাতার ধানসিড়ি বিএনপির সদস্য সচিব শরিফুল হক সাজু।
উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রিয়াজ তালুকদার,কফিল উদ্দীন,নাজমুল ইসলাম,সিয়াম খান,আব্দুল জলিল,আব্বাস উদ্দীনসহ অনেকে
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এম সাইফুর রহমান।
পরে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।