• শিরোনাম


    কাতারে লক্ষ্মীপুর গ্রুপের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

    কাতার (মুন্তাজা) প্রতিনিধি, | ১০ মার্চ ২০১৯ | ৯:৩৯ অপরাহ্ণ

    কাতারে লক্ষ্মীপুর গ্রুপের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

    প্রবাসে বাংলাদেশীদের বহুমুখী কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর গ্রুপের শুভ উদ্বোধন উপলক্ষে দ্বীনী আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় রাজধানীর মুন্তাজা এলাকায়।
    কেক ও ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন কাতারি স্পন্সর মোহাম্মদ আব্দুল্লাহ এম.এম. আল হাজরি। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশী মহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। দ্বীনী আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল্লাহ।
    বক্তব্য রাখেন মিলন চৌধুরী, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ ইমরান ও শাহ আলম খন্দকার।
    নতুন এ গ্রুপে থাকছে ট্রেডিং, কন্ট্রাক্টিং, জেনারেল ক্লিনিং ও কার ওয়াশ বিভাগ।
    সফলতার সাথে ব্যবসা পরিচালনার জন্য মালিক আনোয়ার আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর পাশাপাশি কোম্পানীর স্পন্সর ও শ্রমিক-কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মনে করেন শ্রমিকদের একনিষ্ঠ পরিশ্রম ও আন্তরিকতার জন্যই আজ ছোট একটি কোম্পানী থেকে চার শতাধিক শ্রমিক সমন্বিত গ্রুপে উন্নীত করা সম্ভব হলো। তিনি জানান,আরও জানান তার স্পন্সর বাংলাদেশী শ্রমিকদের প্রতি খুবই আন্তরিক বলেই এ কোম্পানীতে নতুন নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশী শ্রমিক-কর্মচারিদেরই প্রাধান্য দেওয়া হবে ।

    কোম্পানীতে যোগাযোগের ঠিকানা:
    Lakshmipur Group
    P.O box no. 207015
    Tle: +974-66738045, +974-50817445 +974-44664434 fax: +974-44673882



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম