নিউজ ডেস্ক | ২৮ জুন ২০১৮ | ২:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার দোহার আবু হামর এলাকায় স্কুলের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা ও বাংলা সাহিত্যে তাঁদের অবিস্মরণীয় অবদান স্মরণ করা হয়। তাঁদের জীবন ও কর্মের ওপর আলোচনা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারি অধ্যাপক সৈয়দা ফারজানা শারমিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আজগর হোসেন ও তৃতীয় সচিব মোঃ মনিরুজ্জান উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আনোয়ার খুরশেদ (অবসরপ্রাপ্ত), প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন, জুলফিকার আজাদ, তফসির উদ্দিনসহ স্কুলের ছাত্রছাত্রীরা জন্মজয়ন্তী অনুষ্ঠান উপভোগ করেন।
সূত্র : একুশে টেলিভিশন
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |