• শিরোনাম


    কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন।

    নিজস্ব প্রতিবেদকঃ | ২৭ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৪৬ পূর্বাহ্ণ

    কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন।

    গণতন্ত্রের মা খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলমুক্তি আন্দোলনকে বেগবান করা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজয়ী করার লক্ষে জনমত তৈরী ও কাতার ধানসিঁড়ি বিএনপি কে শক্তিশালী করার লক্ষে “ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার” নামে একটি শক্তিশালী সংগঠন গঠন করার লক্ষে ৩ সদস্যের উপদেষ্টা কমিটি ও ২০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    গতকাল বুধবার (২৬/৯/১৮) এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ খবর জানানো হয়েছে।



    উপদেষ্টা কমিটিতে যারা স্থান পেয়েছেন।

    # নিয়াজ মোহাম্মদ খান (এনাম) (আখাউড়া)।
    # মোহাম্মদ আব্দুল কাদের (নবীনগর)।
    # মোহাম্মদ তাজুল ইসলাম (বাঞ্চারামপুর)।

    আহ্বায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন।
    # আহ্বায়কঃ অধ্যাপক এ.কে.এম আমিনুল হক (নাছিরনগর)।
    # সদস্যসচিবঃ মোহাম্মদ নাজমুল হোসেন (নবীনগর)।
    # যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম খন্দকার (আখাউড়া)।
    # যুগ্ম আহ্বায়কঃ মোহাম্মদ সোলায়মান খান (সরাইল)।
    # যুগ্ম আহ্বায়কঃ মোহাম্মদ ইয়াকুব খান (ব্রাহ্মণবাড়িয়া সদর)
    # যুগ্ম আহ্বায়কঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া (নাসিরনগর)।
    # যুগ্ম আহ্বায়কঃ মোহাম্মদ হোসেন (আখাউড়া)।
    # যুগ্ম আহ্বায়কঃ মুস্তাক আহমেদ (নবীনগর)।
    # যুগ্ম আহ্বায়কঃ মোহাম্মদ আহসান উল্লাহ হাসান (কসবা)।
    # যুগ্ম আহ্বায়কঃ মোহাম্মদ জসীম উদ্দিন (বিজয়নগর)।
    # যুগ্ম আহ্বায়কঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কসবা)।
    # যুগ্ম আহ্বায়কঃ মোহাম্মদ রকিব হোসেন (আশুগঞ্জ)।

    অতি   শীঘ্রই কাতারে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলার জাতীয়তাবাদী মতাদর্শের বাকী সদস্যদের একত্রিত করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
    যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী তাদেরকে আহ্বায়ক কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।

    আহ্বায়ক কমিটির ২টি মোবাইল নাম্বার দেয়া হলো।
    70410815—55811742

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম