• শিরোনাম


    কাতারে বাংলাদেশ স্কুলে ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ পালিত।

    রিপোর্ট:আমিনুল ইসলাম, কাতার থেকে | ২৭ এপ্রিল ২০১৯ | ১১:১৮ অপরাহ্ণ

    কাতারে বাংলাদেশ স্কুলে ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ পালিত।

    বাংলা নববর্ষকে বরণ করে নিতে শুক্রবার দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দেন বিভিন্ন বয়সী মানুষ। দেশের পাশাপাশি কাতার প্রবাসী বাঙালিরাও এদিন নববর্ষ উদযাপনের উচ্ছ্বাসে মেতে ওঠেন।

    স্থানীয় সময় বিকেলে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। তরুণ প্রজন্ম বাংলা সাংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।



    বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মেলায় দেশি খাবারের পসরা নিয়ে বসেন দোকানীরা। শত ব্যস্ততা কাটিয়ে এদিনের বৈশাখী আয়োজন উপভোগে প্রবাসী বাংলাদেশিরা।

    অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কাউন্সিলর ও বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজ’র পরিচালক ল্যাফটেনেন্ট কমান্ডার আনোয়ার খুরশীদ(অব.), অধ্যক্ষ জসিম উদ্দীন, উপাধ্যক্ষ জুলফিকার, শিক্ষক তাফসির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন।

    বর্ষবরণ অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি কাতার, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব, চাঁদপুর সমিতি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল,সানসিটি গ্রুপ, ভৈরব সমিতি, প্রাণ গ্রুপসহ বিভিন্ন স্টল ছিল চোখে পড়ার মতো।

    অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল জানান,প্রবাসের মাটিতে এই উৎসব ফিরিয়ে নিয়ে যায় বাংলাদেশের মুহূর্তগুলোকে সত্যিকার অর্থে দূরে থাকলেও এই বৈশাখী মেলার মাধ্যমে অনুভব করি সেই শৈশবের স্মৃতি গুলো।

    তাছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যান্ড দল শ্রাবণ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম