| ২৯ ডিসেম্বর ২০১৮ | ৬:০৪ অপরাহ্ণ
গতকাল ২৮ই ডিসেম্বর শুক্রবার
মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে কাতারের রাজধানী দোহা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আল দোসারি পার্কে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বনভোজনের আয়োজন করে।
কমিউনিটির আহ্বায়ক প্রকাশের আনোয়ার হোসেন আকন ও সদস্য সচিব আমিন রসুল সাইফুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেন কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ।
অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউনিটির এসব কর্মকাণ্ডে সমর্থন ব্যক্ত করেন কাতারি নাগরিক ও পার্কের মালিক আল দোসারি।
পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ রেজাউল আহসান ও এরাবিয়ান এক্সচেঞ্জ এর মহা ব্যবস্থাপক নুরুল কবির চৌধুরী ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শ্রাবণ ব্যান্ড।
ম্যাজিক পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিশিয়ান শান্ত।