| ০৮ নভেম্বর ২০১৮ | ৪:০৩ পূর্বাহ্ণ
কাতারের রাজধানী দোহা’র বাংলাদেশী অধ্যুষিত ফিরোজ আবদুল আজিজ এলাকায় বাংলাদেশী মালিকানাধীন ‘আল মাহরুসা’ সুপার মার্কেটের সপ্তম শাখার শুভ উদ্বোধন হয় ।
পবিত্র কোর-আন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে সুপার মার্কেটটির যাত্রা শুরু হয় ।
উদ্বোধন উপলক্ষে বিশেষ মূল্য ছাড় দিয়েছে কর্তৃপক্ষ । দুতলা বিশিষ্ট এ মার্কেটের উপর তলায় গার্মেনটস, হাউজহোল্ড আইটেম, সহ বিবিধ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর রয়েছে বিপুল সমাহার।
নিচতলায় রয়েছে খাদ্য সামগ্রী । এর মধ্যে বাংলাদেশ ও কাতারের তাজা সবজি, মাছ, বিভিন্ন দেশের ফল-ফলাদি, মসলা, তেলসহ বাংলাদেশীদের পছন্দের খাবার।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশী মালিক জনাব মুজিবুর রহমান, বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার এর সভাপতি অধ্যাপক আমিনুল হক, জোবেল আহমদ, মালিকের ভাই নাজিম উদ্দিন, আজিজুর রহমান, দুই পুত্র এহসানুর রহমান নূর ও মিজানুর রহমান নুহান।
মুজিবুর রহমান প্রবাসী বাংলাদেশীদের মার্কেট পরিদর্শন করার আমন্ত্রণ জানান বিশেষ মূল্য ছাড়ের সুযোগ গ্রহণের অনুরোধ জানান।