নিজস্ব প্রতিবেদকঃ আওয়ার কণ্ঠ২৪.কম | ২৬ জুলাই ২০১৮ | ৯:০৭ অপরাহ্ণ
২৪/৭/২০১৮ (মঙ্গলবার) অন্যন্য দিনের মতো বাংলাদেশী প্রবাসী কাজী আব্দুস সাত্তার রোজ লিমুজিনের গাড়ি নিয়ে জিবিকার উদ্দেশ্যে রাস্তায় বের হয়,
পথে ইন্ডিয়ান দুই যুবক তার টেক্সিতে উঠে, তারা কম্পানি থেকে কয়েক লক্ষ নগত রিয়াল নিয়ে পালিয়ে এসেছে, গাড়িতে তাদের ফিসফিস আওয়াজে সন্দেহ জাগে আব্দুস সাত্তারের,
সে গাড়ি নিয়ে আল-রাইয়ান পুলিশ স্টেশনে চলে যায়, থানার দারোয়ান গেইটে বাধা দিলে ৯৯৯ ফোন করে, অনুমতি পেয়ে ভেতর প্রবেশের সময় এক চুর পালিয়ে যায়, অপর চুরকে মালামাল সহ থানায় সোপর্দ করে,
চুরি হওয়া কম্পানির মালিক এসেছিলেন থানায় মামলা করার জন্য, সরাসরি মালিকের সাথে দেখা হয়ে যায় চুরের, মালিক তার মাল ফেরত পেয়ে তৎক্ষনাৎ ১৫ শত রিয়াল পুরুষ্কৃত করেন।
অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে তাদের গ্রেফতার করতে সহযোগিতা করায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বাংলাদেশি যুবকের সততা ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে কাতার ট্রাফিক পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আব্দুল্লাহ খলিফাহ আলমুফতাহ তার হাতে নগত ৫ হাজার রিয়াল সহ সম্মাননা সনদ তুলে দেন এবং তার আন্তরিকতা ও সাহসিকতার প্রশংসা করেন।
প্রবাসী যুবকের বিস্তারিত পরিচয় এখনও যানা যায়নি, পরে জানিয়ে দেয় হবে।