| ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:০৬ পূর্বাহ্ণ
কাতারে ফ্রান্স লিমোজিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আল-খোর পারপল আইল্যান্ডে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বনভোজন। মরুর বুকে চির সবুজঘেরা জলধারা সবাইকে মুগ্ধ করে দিয়েছিল বাংলাদেশের সুন্দরবনের কথা। এসময় কোম্পানির সকল ড্রাইভার, কর্নধার ও অতিথিবৃন্দরা অনুষ্ঠানকে প্রাণবন্তর করে রাখেন।
প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করতে বক্তব্য রাখেন,ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম খান, ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রুবেল আহমেদ, সাংবাদিক গোলাম মাওলা হাজারী, জিলানী আহমেসহ অন্যান্যরা।
প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশি এই প্রতিষ্ঠানটি।এই ধারা অব্যাহত রেখে আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে লোকবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।পরে বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।