| ০৩ সেপ্টেম্বর ২০১৮ | ১০:১৫ অপরাহ্ণ
প্রবাসে দেশীয় সাংস্কৃতিক তুলে ধরার প্রত্যায় নিয়ে কাতারে ফেনী সাংস্কৃতিক সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট সম্নয়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজধানী দোহার নাজমা রমনা রেস্তোরায় এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন ইকবাল আহমেদ রনি,আল হেলাল অশ্রু,সামস রবি,মোঃইব্রাহিম দিদার,হারুনুর রশিদ মুধাসহ অনেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ মামুন হোসেন। এ সময় কাতারস্থ ফেনী জেলার সকল সাংস্কৃতিক মনের ব্যক্তিদের সংগঠনে মূল্যয়ন করার প্রত্যায় ব্যক্ত করেন বক্তরা।