নিজস্ব প্রতিবেদকঃ | ২১ জুলাই ২০১৮ | ১১:৩১ অপরাহ্ণ
সিলেট ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে সিজন থ্রি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল আসর গতকাল ২০ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়।
২মাস ব্যাপী চলা ৮টি দলের অংশগ্রহনে চলে এই খেলা। নোয়াখালী রংধনু স্পোটিং ক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা টিম ঝিঝিপুকা স্পটিং ক্লাব এর মধ্যে ফাইনাল অনুষ্টিত হয়,শুক্রবার বিকাল ৪টায় কাতারের মদিনা খলিফার খেলার খেলার মাঠে টসে জিতে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া স্পোটিং ক্লাব বেটিং করে, ১২ ওভারের খেলায় ১৩৫ রান করে অল আউট হয়ে যায়, জবাবে নোয়াখালী রংধনু স্পোটিং ক্লাব জয়ের জন্য ১২ ওভার শেষে ৮ উইকেটে ১২২ রান করে ১৩ রানে পরাজিত হয়।খ
খেলায় ম্যান অফদ্যা ম্যাচ পুরুস্কার জিতেন ব্রাহ্মণবাড়িয়া ঝিঝিপুকা টিমের দিমো,ম্যান অফ দ্যা টুর্নামেহন্ট হয় ঝিঝিপুকা ক্লাবের অধিনায়ক সাজ্জাদ।পুরুস্কার বিতরনী করেন সিলেট ফ্রেন্ডস ক্লাবের সহ সভাপতি। বিশেষ অতিথি ছিলেন ঝিঝিপুকা ক্লাবের ম্যানেজার মোল্লা মোঃ রাজিব রাজ, আল আমিন খানসহ আরো অনেকে।