| ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ৩:১৪ অপরাহ্ণ
কাতার প্রবাসী বাংলাদেশী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত ‘নুজুম গ্রুপে’র ৪৮তম নির্বাহী সভা স্থানীয় সময় গতকাল রাত ৯.৩০ মিনিটে মাইজারস্থ স্পাইসি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নুজুম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা সাহাদাত হোসাইন । ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদের সঞ্চালণায় অনুষ্ঠানের শুরুতে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দীন।
এতে নুজুম গ্রুপের শেযারহোল্ডারদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত “প্রিভিলেজ মেম্বারশীপ কার্ড” ইস্যু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
শেয়ারের উপর ভিত্তি করে ১. প্লাটিনাম ২. গোল্ড ৩. সিলভার এই তিন ধরনের প্রিভিলেজ মেম্বারশীপ কার্ড ইস্যু করা হবে।
দশ বা তদুর্ধ্ব শেযার হোল্ডারদারী ব্যাক্তিগণ প্লাটিনাম, পাঁচ বা তদুর্ধ্ব শেয়ার হোল্ডারদারী ব্যাক্তিগণ গোল্ড, তিন বা তদুর্ধ্ব শেযার হোল্ডারদারী ব্যাক্তিগণ সিলভার কার্ড এর সুবিধা পাবেন।
নুজুম গ্রুপ প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করে যাচ্ছে নিরন্তর। নুজুম গ্রুপ তার প্রত্যেক মেম্বারদের অধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় নুজুম গ্রুপ তার সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে। ভবিষ্যতে প্রিভিলেজ কার্ড এর মতো আরো অনেক সুযোগ সুবিধা নিয়ে আসবে ইনশাআল্লাহ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |