| ১১ নভেম্বর ২০১৮ | ৫:২৭ অপরাহ্ণ
১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দীদশা থেকে সিপাহী-জনতা যেভাবে বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করেছিল তেমনিভাবে বেগম জিয়াকেও পুরান ঢাকার জেলখানা থেকে মুক্ত করে আনতে হবে – তার পর নির্বাচন।’’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ শহিদুল হক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা কালে বক্তারা তড়িড়ঘড়ি করে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সাবেক সভাপতি আবু ছায়েদ, সদস্য সচিব শরিফুল হক সাজু, পেয়ার মোহাম্মদ, আহবায়ক ইসমাইল মনসুর, যুগ্ম-আহ্বায়ক মকবুল হোসেন, শ্রমিক দলের সভাপতি সালেহ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য, অধ্যাপক আমিনুল হক, ফারুক হোসেন, মো: নুরুজ্জামান, মীর জামিল, লোকমান আহমদ,মনসুর উল্লাহ রাশেদ, মহিউদ্দিন কাজল, রাহেল মাহমুদ সহ আরও অনেকে।
তারা বলেন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন গণ দাবিকে উপেক্ষা করে সরকারেরে এজেণ্ডা বাস্তবায়নের জন্য এ তফসিল ঘোষণা করেছে।