নিজস্ব প্রতিবেদক, | ০৫ মে ২০১৯ | ৭:১৫ অপরাহ্ণ
বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চুয়াত্তরটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোট গ্রহণের মধ্যদিয়ে শুক্রবার কাতারে অনুষ্ঠিত হল ধানসিঁড়ি বিএনপির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবু ছায়েদ,সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শরিফুল হক সাজু আর সাংগঠনিক সম্পাদক পদে সালেহ আহমদ খোকন নির্বাচিত হয়েছেন।
সার্বিক দায়িত্বে ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন কমিশনার জয়নাল আবেদিন ও ইঞ্জিনিয়ার মো: আলিম উদ্দিন।বিজয়ী প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আলিঙ্গনের মাধ্যমে অভিনন্দন জানান।