কে.এম. সুহেল আহমদ,কাতার থেকেঃ | ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ৪:২৯ পূর্বাহ্ণ
“বয়স পেশা বাধা নয়, সবার জন্য শিক্ষা চাই” সেই প্রতিপাদ্যকে সামনে রেখে বাউবি শিক্ষার্থীদের শিক্ষা,সাহিত্য,সাংস্কৃতিক চর্চা ও কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’।
হাঁটি হাঁটি পা পা করে ঝরে পড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সপ্ন ছোঁয়াতে প্রতিষ্ঠালগ্ন থেকেই সাহায্যের হাত বাড়িয়ে আজ ২১ বছরে পদার্পণ করেছে বাউবি শিক্ষার্থীকল্যাণ এ সংগঠনটি।
সংগঠনের সভাপতি সফল সংগঠক টিপু সুলতানের আহ্বানে ১৪ সেপ্টেম্বর (শুক্রবার) সারা দেশের আঞ্চলিক কেন্দ্রসমূহে এক যুগে ডাক দিয়ে যাই’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে।
সেই ধারাবাহিকতা বজায় রেখে মধ্য প্রাচ্যের কাতারে ঝঁমকালো আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
বৃহস্পতিবার(১৩ সেপ্টেম্বর) রাত ১০ টায় রাজধানী দোহার নাজমায় সুপ্ত পরিসরে কেক কাটার মধ্য দিয়ে ডাক দিয়ে যাই’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন সিলেট অঞ্চলের সাবেক বাউবি শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় সদস্য অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট মিডিয়া ডটকম’ প্রতিনিধি কাতার প্রবাসী কে.এম. সুহেল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা- কাতার’র নাজমা শাখার সহ- সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমদ, ফয়জুল ইসলাম, এমাদ আহমদ, সুমন মিয়া, হায়দার আলী, শাহাদাত হোসাঈন, হাসান আহমদ ও মাছুম আহমদ প্রমূখ।