আমিনুল ইসলাম, কাতার থেকে | ১১ ডিসেম্বর ২০১৮ | ১:০৯ অপরাহ্ণ
কাতারের দোহায় অনুষ্ঠিত ২৫তম ‘শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি হিফজুল কোরআন প্রতিযোগিতায়’চূড়ান্ত পর্যায়ে ৪টি দেশের ২৬ জন প্রতিযোগিকে পেছনে ফেলে প্রথমস্থান অর্জন করেছে বাংলাদেশের কিশোর হাফেজ সাঈদ ইসলাম মোহাম্মদ মাহি।
কাতারের ধর্মমন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাতারের ধর্মমন্ত্রী ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশোরকে ১ লক্ষ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা) চেক ও আন্তর্জাতিক সনদসহ অন্যান্য পুরস্কারসামগ্রী হাতে তুলে দেন।
সাঈদ সিলেটের সদর উপজেলার লাখাউরার বাসিন্দা মোহাম্মদ আব্দুল ইসলামের ছেলে।তার কৃতিত্ব নিয়ে কাতারের ইংরেজি দৈনিক পেনিন সুলাসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।