| ২৯ অক্টোবর ২০১৮ | ৬:১৫ অপরাহ্ণ
কাতারে গতকাল ২৮/১০/১৮ রবিবার থেকে কার্যকর হলো এক্সিট পার্মিট আইন। অভিবাসী শ্রমিকদের কাতার ত্যাগের আগে আর তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বহির্গমন ছাড়পত্র বা খুরুজিয়া নিতে হবে না। কোনো এক্সিট পারমিট নেই। টিকিট কেটে সরাসরি যে কোনো সময় দেশে যেতে পারবেন প্রবাসীরা। নতুন আইন অনুযায়ী বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের সাময়িকভাবে কাতার থেকে আর আগের মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র নেয়ার প্রয়োজন নেই। তবে কাজের গুরুত্ব বিবেচনায় প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের কর্মীদের ৫ শতাংশের একটি তালিকা দিতে পারবে, যাদের কাতার ত্যাগের আগে ছাড়পত্র নিতে হবে।