দোহা প্রতিনিধি, কাতার। | ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৪:৩৮ অপরাহ্ণ
কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলনূর কালচারাল সেন্টারের আয়োজনে দোহার বিন যায়েদ সেন্টারে বাংলা ভাষা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।আলনূর গবেষণা ও প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড,আনোয়ারুল হাসান।আর বিশেষ অতিথি ছিলেন আলনূর শিক্ষা বিভাগীয় পরিচালক প্রকৌশলী সালাহ উদ্দিন।
সালেহ নূরুন্নবীর উপস্থাপনায় প্রাণবন্ত এ বাংলা সন্ধ্যায় সদ্যপ্রয়াত কবি আল মাহমুদের জীবন ও সাহিত্যকর্মের উপর আলোকপাত করেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু শামা,আর শেকড়সন্ধানী লেখক শফিউদ্দিন সরদারের ঐতিহাসিক উপন্যাস গ্রন্থাবলি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষক তাফসির উদ্দিন।
ইসলামের দৃষ্টিতে বিশুদ্ধ মাতৃভাষা চর্চার গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন,মাওলানা ইউসুফ নূর,মাওলানা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাহাবুদ্দিন শামিম ,কবি মফিজুর রহমান ও প্রকৌশলী তানিম আহমেদ।পরে প্রতিযোগিতায় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।