| ০৫ মে ২০১৯ | ৫:০২ পূর্বাহ্ণ
দোহায় তালেবান ও মার্কিন সরকারের প্রতিনিধিদের মাঝে ষষ্ঠ দফা আলোচনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
আফগান গণমাধ্যম তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের বরাতে শনিবার জানিয়েছে, আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি যালমাই খালিলযাদ মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে রাজি না হওয়ায় ষষ্ঠ দফা আলোচনা থেকেও কোনো ফল বেরিয়ে আসেনি। মার্কিন প্রতিনিধি তালেবানকে অস্ত্র সমর্পণের আহ্বান জানালে, তারা ক্ষুব্ধ হয়ে উঠে। আলোচনায় মার্কিন প্রতিনিধিরা এর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো, সেগুলোও তারা বাস্তবায়ন করেনি। ফলে, আস্থার সংকট তৈরি হয়েছে।
কাতারের রাজধানী দোহায় এ নিয়ে ছ’ বার বৈঠকে মিলিত হলো তালেবান ও মার্কিন সরকারের প্রতিনিধিরা। আফগান সরকারকে বাদ দিয়েই এ আলোচনা হচ্ছে। তবে স্বাগতিক হিসেবে কাতারের কয়েকজন কর্মকর্তাকে থাকতে দেয়া হয়।আফগান সরকারকে অবৈধ সরকার মনে করে তালেবান।
সূত্র: পার্সটুডে।