• শিরোনাম


    কাতারের শাহানিয়া ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩

    | ১৭ মার্চ ২০১৯ | ১:০৮ অপরাহ্ণ

    কাতারের শাহানিয়া ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩

    এএফসি অনূর্ধ্ব ২৩ ফুটবলের বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে কাতারে ১০ দিনের ক্যাম্প করছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল।

    কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পর এই প্রথম শীর্ষ পর্যায়ের বাংলাদেশের কোন দল খেলতে নামে। কাতার ফুটবল লীগের ক্লাব আল-শাহানিয়াকে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। একমাত্র গোলটি করেন খন্দকার আশরাফুল।শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মতিন মিয়া-মাশুক মিয়া জনিরা। অবশেষে ৮৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল করেন প্রথমবারের মত বাংলাদেশের যেকোন পর্যায়ের জাতীয় দলে ডাক পাওয়া নোফেল স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার খন্দকার আশরাফুল ইসলাম।



    ১৯ মার্চ সফরের শেষ প্রস্তুতি ম্যাচে লাল-সবুজরা খেলবে কাতার স্টারস লিগের আরেক দল আল আরাবি এফসি’র বিপক্ষে।

    উল্লেখ্য, মার্চে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব অনূষ্ঠিত হবে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে (হোস্ট বাহরাইন)। সেটার প্রস্তুতি নিতেই ১০ দিনের সফরে এখন কাতারে জেমি ডে’র দল। ১১ মার্চ কাতারে পৌছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম