হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার, | ০৯ এপ্রিল ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঢাকাস্হ কাইতলা দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে করোনাভাইরাস মহামারি রোধকল্পে হেটে খাওয়া মানুষ লকডাউন জনিত কারনে দৈনিক কাজ কর্ম হীন হয়ে পরা মানবতার জীবন যাপন করায় ৩২০ জন কর্মহীন অসহায় হতদরিদ্রের মাঝে ১২ কেজি করে ৯টি ওয়ার্ড মেম্বাদের মাধ্যমে বৃহস্পতি বার সকালে মেধাবিকাশ বিদ্যানিকেতন মাঠে বিতরন করা হইয়াছে।
সভপতি আবুনাইম বাদল মুটো ফোনে জানান দেশের এই ক্লান্তিলগ্নে এলাকার বৃত্তবান ও সমাজ সেবক ব্যাক্তি বর্গ, অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষদের সাহয্যর হাত বাড়িয়ে দেওর জন্য অনুরোধ জানান, তিনি আর ও জানান আমাদের এই বিতরনী কায্যত্রুম অব্যাহত থাকবে।
ঢাকা থেকে মুটো ফোনে যোগ দেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আশিকুজ্জামান শামিম,
সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ আজাদ,
উক্ত বিতরনীতে উপস্হিত ছিলেন,
উপদেষ্টা মোঃ হান্নান দারুগা,যুগ্ন সাধারন সম্পাদক ছায়েদুর রহমান, সহ,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ বশির আহমেদ, এস আই মোঃ নয়ন, আমিনুল ইসলাম স্বপন, মোঃ হারেজ মিয়া জমদ্দার, মোঃ জসিম উদ্দিন সহ অন্যান সদস্য উপস্হিত থেকে বিতরনী কার্যত্রুম শেষ করেন।