• শিরোনাম


    কসবায় গাছের সাথে মোটরসাইকেল ধাক্কায় সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত

    হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০২০ | ৫:০০ অপরাহ্ণ

    কসবায় গাছের সাথে মোটরসাইকেল ধাক্কায় সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল ইসলাম তনয় (২০) নামে সৌদিপ্রবাসী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।বুধবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত নাজমুল উপজেলার মনকাশাইর গ্রামের মো.শাহ আলম মিয়ার ছেলে। নিহতের পরিবার জানায়, দুই মাস আগে ছুটিতে দেশে আসেন নাজমুল। বুধবার বিকেলে তিনি তার তিন বন্ধুকে নিয়ে উপজেলা শহরে ঘুরতে যান। রাতে একই মোটরসাইকেলে যোগে চারজন বাড়িতে ফেরার সময় অনন্তপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খেলে যানটিতে থাকা চার আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে টহলরত পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



    কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একসঙ্গে চারজন ওঠার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম