• শিরোনাম


    কসবায় ঐতিহাসিক সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

    হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ১৪ মার্চ ২০২০ | ১০:০২ অপরাহ্ণ

    কসবায়  ঐতিহাসিক সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলারনের মুল্যগ্রাম ইউনিয়নের চারগাছ এন আই ভৃইয়া ডিগ্রী কলেজ মাঠে পবিত্র মিল্লাদুন্নবী স্মরনে ও কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ঐতিহাসিক সুন্নী কনফারেন্স শনিবারে অনুষ্ঠিত হয়েছে।



    চারগাছ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব পীর মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে ও লায়ন মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন
    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ায়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক লায়ন ফিরোজুর রহমান অলিও
    বিশেষ অতিথি ছিলেন,পুরকুইল গাউছিয়া হাবিবিয়া দরবার শরিফে পীর ড, মোঃ ছদৃরুদ্দীন আহমেদ,
    প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাাতি সম্পুর্ণ মুফাছিরে কোনআন হযরত মাওলানা আল্লামা ড, এনায়েত তুল্লাহ আব্বাসী। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পুর্ণ মুফাছিরে কোরআন হযরত মাওলাানা ওয়ালী উল্লাহ আশেকী।

    বিশেষ বক্তা ছিলেন, মিশরের আল-আজাহর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আল্লামা ড,সৈয়দ হাসান আল আজাহারী, আল্লামা হযরত মাওলানা মুফতি মোঃ আলাউদ্দিন জিহাদী, আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আততাহেরী, হযরত মাওলানা মুফতি মোশারফ হোসেন হেলালী সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম গন উপস্হিত ছিলেন।

    সার্ভিক তত্তাবধানে ছিলেন চারগাছ গ্রামবাসি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম