সংবাদ প্রেরক: কাজী মোঃ কামরুল ইসলাম | ০৯ অক্টোবর ২০২০ | ২:২৭ অপরাহ্ণ
আজ ৯ অক্টোবর ২০২০ ইং, বল্লভপুর সূর্যমুখী যুব সংঘ আয়োজিত সকল ধর্ষণ- নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করা হয়েছে ,,
স্থান বল্লভপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে অনুষ্ঠিত হয় ।।
সভায় বক্তারা ধর্ষণ মুক্ত সমাজ চেয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্যে রাখেন।।।
উপস্থিত ছিলেন– (১) জনাব মোঃ সেলিম মেম্বার,, বর্তমান মেম্বার ৩নং ওয়ার্ড বল্লভপুর।।
(২) জনাব মোঃ বিল্লাল হোসেন,,, সি বিএ সাধারণ সম্পাদক ,, রুপালী ব্যাংক লিমিটেড কুমিল্লা জোন।
(৩) হাজী মোঃ মোকাদ্দাস মিয়া,, অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ।
(৪)জনাব মোঃ ইকবাল মিয়া, সমাজ সেবক বল্লভপুর।।
(৫)মোঃ তানভীর আহমেদ,, সমাজ সেবক বল্লভপুর মধ্যপাড়া।
(৫) অত সংগঠনের প্রচার সম্পাদক,, কাজী মোঃ কামরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বল্লভপুর গ্ৰামের সর্বস্তরের জনসাধারণ ও ছাএসমাজ, যুবসমাজ,,, প্রবীণ মুরুব্বি,,, রাস্তা দিয়ে যাওয়া পথযাত্রী।।