মুফতী মোহাম্মদ এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | ২৬ মার্চ ২০২০ | ১০:০৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল, ক্লিনিক, ডায়াগণস্টিক সেন্টার, ফার্মেসী কাঁচাবাজার এবং মুদি দোকান ছাড়া বাকি দোকানপাট বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে করোনা প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে শহরের শপিং কমপ্লেক্স, সুপার মার্কেটসহ সরকার নির্দেশিত সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এছাড়াও সরকার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে সকালে থেকেই জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত বিভিন্ন শপিং মল, মার্কেট ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন।
শহরে সীমিত আকারে হালকা যানবাহ চলাচল করছে।
এদিকে গত ২৪ ঘন্টায় ৬ শত ২৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে জেলায় ১৪৬২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে।