এম এ রহিম রাজ , গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি (সিলেট) | ৩০ মার্চ ২০২০ | ৯:২৬ অপরাহ্ণ
বিশ্বব্যাপি সংক্রামক করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সকল শ্রেণি পেশার মানু্ষ গৃহে অবস্থান করছেন,
তাই ৩০/৩/২০২০ সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে
গৃহে অবস্থানরত জনস্বাধারণের লক্ষে এবং সরকারের বিভিন্ন উদ্যোগকে বাস্তবায়নের জন্য গোয়াইনঘাট উপজেলার প্রতি ইউনিয়নে ১০০ জন করে ৯টি ইউনিয়নে ৯০০ জন স্বেচ্ছাসসেবী ইতোমধ্যে নিয়োগ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান বলেন উপরউল্লেখিত ৯০০জনের মধ্যে আজ সোমবার লেঙ্গুড়া, রুস্তমপুর, পশ্চিম জাফলং ও আলীর গাঁও ইউনিয়নে স্বেচ্ছা সেবীদের এডিপি (অপ্রত্যাাশিত) খাত হতে মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়েছে।
এবং সিলেট জেলা প্রশাসকের ত্রাণ ও পুণর্বাসন শাখা কর্তৃক বরাদ্দকৃত জিআর (নগদ অর্থ) হতে
গৃহে অবস্থানরত অত্যন্ত অসহায় ও দুস্থদের মধ্যে প্রত্যককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লি তৈল, লবন ও ১ টি করে সাবান বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধ ও ত্রাণ বিরতণে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ফারুক আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুস সাকিব,
সাবেক ভাইস চেয়ারম্যান এড.জামাল উদ্দিন
এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউ/পি সদস্যবৃন্দের মাধ্যমেও বিতরণ করা হয়।
এবং বাকী ইউনিয়নগুলিতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকলকে ধৈর্যসহকারে সরকারের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন তিনি।